ঠিক যেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো গল্প! উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে এমনই এক মজার কিন্তু বিস্ময়কর চুরির ঘটনা—চুরি শেষে মালপত্রসহ গৃহস্থের খাটেই ঘুমিয়ে পড়ে এক চোর!
ঘটনাটি ঘটেছে কানপুরের নাজিরাবাদ থানা এলাকায়। স্থানীয় বাসিন্দা অনিলের বাড়িতে গভীর রাতে চুরি করতে ঢোকে ওই ব্যক্তি। প্রথমে আলমারির লকার ভেঙে টাকা, গয়না ও অন্যান্য মূল্যবান জিনিস ব্যাগে পুরে নেয়। এরপর পাশের একটি ঘর থেকেও চুরি করে সে।
তবে চুরি শেষে পালানোর বদলে পাশের ঘরে থাকা খালি খাটে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায় চোর। ভোরে বাড়ির মালিক অনিল খাটে অচেনা এক পুরুষকে ঘুমিয়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। প্রথমে কিছু না বুঝলেও পরে বিষয়টি পরিষ্কার হয়—রাতেই তাদের বাড়িতে চুরি হয়েছে।
তিনি দ্রুত পরিবারের সদস্যদের ডেকে তোলেন। চোরের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় চুরি যাওয়া টাকা, গয়না ও অন্যান্য সামগ্রী। পরে পুলিশে খবর দিলে নাজিরাবাদ থানা থেকে পুলিশ এসে ঘুমন্ত অবস্থায় চোরকে আটক করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, চোর সম্ভবত মদ্যপ অবস্থায় ছিল। সে কারণে চুরির মাঝপথেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই অদ্ভুত ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরস ছড়িয়েছে।