ভারতের দিল্লির পার্শ্ববর্তী গুরগাঁওয়ে দুই বন্ধুর চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় ২০ বছর বয়সী এক তরুণ হত্যার শিকার হয়েছেন। স্কুলের টয়লেট থেকে ওই তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, করণ নামের ওই তরুণ গুরুগাঁওয়ের একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার দুই বন্ধু নিয়মিত তার চিকন শরীর নিয়ে ঠাট্টা করতেন। এ ধরনের কটাক্ষে বিরক্ত হয়ে ২ জুলাই দিবাগত রাতে তারা করণের ওপর হামলা চালায়।
হামলার সময় এক অভিযুক্ত একটি পাথর দিয়ে আঘাত করলে অন্যজন কাঁচি দিয়ে আক্রমণ করে। পরে তারা করণের দেহ স্কুলের টয়লেটে ফেলে পালিয়ে যায়।
ঘটনার তিন দিন পর স্কুলের এক শিক্ষক করণের পচা-গলা মরদেহ দেখতে পান। এরপর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই অভিযুক্ত আকাশ ও শিব কুমারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, পচন ধরার কারণে প্রথমে মরদেহ শনাক্ত করা কঠিন হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর ও কাঁচি উদ্ধার করা হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং রিমান্ড শেষে আরও তথ্য প্রকাশ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :