ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মধ্যরাতে প্রেমিকার বাড়িতে গিয়ে ধরা, সকালে বিয়ে করিয়ে দিল গ্রামবাসী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১২:১০ পিএম
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো মূলত অদ্ভুত প্র্যাঙ্ক বা ঝগড়া-বিবাদ নিয়েই দেখা যায়। কিন্তু সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিও দর্শকদের যেমন অবাক করেছে, তেমনি হাসিয়েছে—কারণ এখানে নেই কোনো নাটকীয়তা, বরং মধ্যরাতের প্রেমালাপ শেষ হয়েছে অপ্রত্যাশিত বিয়েতে। সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে তুলে ধরেছে ঘটনাটির বিস্তারিত।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি সামনে আসে ভারতের ইনস্টাগ্রাম ব্যবহারকারী রণজিৎ সিংহ–এর শেয়ার করা একটি ভিডিও ফুটেজের মাধ্যমে। ঘটনার বিস্তারিত প্রতিবেদন ও ভিডিও থেকে জানা যায়, এক যুবক রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গোপনে তার বাড়িতে ঢুকে পড়ে। মধ্যরাতে বাড়িতে প্রবেশ করলেও পরিকল্পনা ভেস্তে যায়, যখন মেয়ের পরিবার জেগে উঠে তাকে হাতে-নাতে ধরে ফেলে।

পরদিন সকালে বিষয়টি আর শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মেয়ের আত্মীয়রা গ্রামবাসীদের ডেকে আনেন এবং গ্রামীণ সালিশের মতো পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়—যুবক-যুবতীকে সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে।

ভিডিওতে দেখা যায়, মেয়ে যুবকের কপালে তিলক পরিয়ে দিচ্ছে, এরপর যুবক তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তবে দর্শকদের নজর কেড়েছে বরযাত্রীর মুখভঙ্গি—খুশি নয়, বরং স্পষ্ট বিস্ময়। অনেকেই মন্তব্য করেছেন, ছেলেটি হয়তো শুধু প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চেয়েছিল, বিয়ের জন্য প্রস্তুত ছিল না।

পরিস্থিতি আরও চমকপ্রদ হয় যখন আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ছেলেটি বলে, ‘পরিবার না মেনে নিলেও স্ত্রীকে সঙ্গে রাখব।’

এ বক্তব্যে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। সীমা কুমারী লিখেছেন, ‘যে মা জন্ম দিয়েছেন, সেই মা-ই ছেলের সুখ কেড়ে নিচ্ছেন।’ আবার কেউ কেউ বলেছেন, ‘যে বাবা-মাকে সম্মান দেয় না, তাকে কেউ সম্মান করে না।’ বিজয় কুমারের মন্তব্য, ‘সাহস থাকলেই হয় না, জীবনে স্থির থাকা বড় ব্যাপার।’

ভালোবাসার বাধা অতিক্রমের গল্প বা মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সতর্কবার্তা—যেভাবেই দেখা হোক না কেন, ঘটনাটি ইতোমধ্যেই ভারতীয় সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল ঘটনাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।