ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

‘স্পাইডারম্যান’কে জরিমানা করল পুলিশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:৪৮ পিএম
‘স্পাইডারম্যান’কে জরিমানা করল পুলিশ! ছবি- ভিডিও থেকে নেওয়া

ভারতের ওড়িশার রাউরকেলায় এক ভিন্নধর্মী দৃশ্যের সাক্ষী হলো শহরবাসী। ব্যস্ত সড়কে মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুঁকিপূর্ণ স্টান্ট, তার ওপরে চালকটি সাদামাটা কেউ নন, রীতিমতো ‘স্পাইডারম্যান’ সেজে হাজির।

তবে এই নাটকীয়তা বেশিক্ষণ টেকেনি। কারণ, অল্প সময়ের মধ্যেই ট্র্যাফিক পুলিশ তাকে থামিয়ে দেয়, আর শেষ পর্যন্ত গুনতে হয় ১৫ হাজার রুপি জরিমান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা।

ঘটনাটি ঘটেছে বুধবার। প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটিকে দেখা যায় ‘স্পাইডারম্যান’-এর পোশাক পরে, মাথায় হেলমেট ছাড়াই, মোটরসাইকেল ছুটিয়ে নিয়ে যাচ্ছেন শহরের ব্যস্ততম সড়ক দিয়ে।

শুধু দ্রুতগতি নয়, চালকের কসরতপূর্ণ স্টান্টে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। অন্যান্য গাড়িচালককে হঠাৎ থেমে যেতে হয়, পথচারীদের কেউ কেউ আতঙ্কে দৌড় দেন। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তার মোটরসাইকেলে বসানো ছিল একটি পরিবর্তিত সাইলেন্সার। এটি প্রতিটি গতিবৃদ্ধির সঙ্গে কর্কশ বিস্ফোরণের মতো শব্দ তৈরি করছিল। সাধারণ পথচারীদের কানে সেই শব্দ আরও বিরক্তি ও আতঙ্কের জন্ম দেয়।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ট্র্যাফিক পুলিশ সদস্যরা তৎপর হন। তিনি যখন সড়কে বিপজ্জনক ভঙ্গিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন, তখনই তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু তদন্ত চলাকালে ওই ব্যক্তি নিজের কাজের কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি।

অবশেষে পুলিশ তার মোটরসাইকেলটি জব্দ করে। একই সঙ্গে হেলমেট ছাড়া চালানো, অতিরিক্ত গতিতে চলা এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। শেষ পর্যন্ত তাকে ১৫ হাজার রুপির চালান ধরিয়ে দেয় ট্র্যাফিক পুলিশ।

এই ঘটনাটি রাউরকেলার স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, সিনেমার মতো স্টান্ট করার নেশা শেষ পর্যন্ত চড়া মূল্যেই গুনতে হলো তাকে। আবার অনেকেই মনে করছেন, কঠোর শাস্তি না দিলে এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ আরও ছড়িয়ে পড়তে পারত।