ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৫:১৬ পিএম
গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। 

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানা ওসি এটিএম শিফাতুল মাজদার।

এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতের দিকে রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। তবে মূল মাদক কারবারি আজিজুল হক উদ্‌ওরফে ‘জলক্ক্যা’ পালিয়ে গেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়া গ্রাম এলাকার আজিজুল হক ওরফে জলক্ক্যার স্ত্রী নাছিমা বেগম (৪০), আজিজুল হক উরফে জলক্ক্যার দুই ছেলে মো. নিজাম উদ্দিন ওরফে সোর্স নিজাম (২৯) ও ইরফানুর রহমান আরমান (২০) এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের মৃত. মো. আবদুল্লাহ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাসেল (২২)।

অভিযানে আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র নিজ বাসা থেকে উদ্ধার করা হয় ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

থানা সূত্রে জানা গেছে, ওসি শিফাতুল মাজদারের সার্বিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্য ঘাগড়াকুল এলাকায় আজিজুল হকের বাড়িতে মাদক কেনাবেচা চলছে এমন তথ্যের ভিত্তিতে হানা দেওয়া হয়। এই সময় ৪ জনকে হাতে ধরে আটক করা হয়।

ওসি শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃতদের পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আজিজুল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী; তিনি কয়েকবার মাদকসহ ধরা পড়েছিলেন ও কারাবরণ করেছেন। তারা দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে মাদকক্রয়-বিক্রয় করে আসছিল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মূল মাদক সম্রাট আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।