ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

আমিই ইরান আক্রমণের ‘সম্পূর্ণ দায়িত্বে’ ছিলাম: ট্রাম্প

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৩:৪২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

গত জুনে সংঘটিত হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমিই ইসরায়েলের ইরান আক্রমণের ‘সম্পূর্ণ দায়িত্বে’ ছিলাম।

শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল–জাজিরা।

প্রতিবেদনে আল–জাজিরা জানায়, আক্রমণের সময় ওয়াশিংটন প্রশাসন দ্রুতই নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেছিল। তবে ট্রাম্প এখন ক্রমশ সেই যুদ্ধের ফলাফল নিয়ে কৃতিত্ব দাবি করছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল প্রথম আক্রমণ করেছিল, আর সেই আক্রমণ ছিল খুবই শক্তিশালী। আমি তখন সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম। যখন ইসরায়েল প্রথম ইরানে হামলা করল, সেটা ইসরায়েলের জন্য এক মহা সাফল্যের দিন ছিল। কারণ সেই আঘাত বাকিগুলোর চেয়ে অনেক বেশি ক্ষতি করেছিল।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তিনি রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার দলকে সেভাবেই এগিয়ে যেতে হবে, যেভাবে ইসরায়েল-ইরান যুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিল। 

এদিকে, গত জুনের ওই ইসরাইলি বিমান হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ ছিল বিধ্বংসী। যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মাত্র ১২ দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিল।