বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে এ মামলা দায়ের করা হয়।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মিঠুন অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে কুণাল ঘোষ তার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও কুৎসিত মন্তব্য করেছেন। অভিযোগ করা হয়, কুণাল ঘোষ দাবি করেছিলেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত এবং তদন্ত থেকে রক্ষা পেতেই তৃণমূল কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
আবেদনে মিঠুন আরও বলেন, তার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার গুজবও রটিয়েছেন কুণাল ঘোষ, যা সম্পূর্ণ মিথ্যা।
নিজেকে সাবেক রাজ্যসভার সংসদ সদস্য, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত বলে উল্লেখ করে মিঠুন অভিযোগ করেন, টিএমসি নেতার মন্তব্য তার ও তার পরিবারের ‘সম্মান ও সামাজিক মর্যাদা’ ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে এসব মন্তব্য তার চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতেও প্রভাব ফেলেছে।
আদালতে মামলা করতে গিয়ে মিঠুন ৫০ হাজার টাকা ফি জমা দিয়েছেন। তবে শুনানির তারিখ এখনো ঘোষণা হয়নি। সূত্র বলছে, আগামী সপ্তাহে মামলাটি শুনানিতে উঠতে পারে।
পাল্টা মামলার হুঁশিয়ারি কুণাল ঘোষের
এদিকে কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি নিজেও মিঠুনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। তিনি বলেন, ‘আমি এখনো কোনো নোটিশ পাইনি। তবে শুনেছি, তিনি ১০০ কোটির মামলা করেছেন। আমিও তার বিরুদ্ধে মামলা করেছি এবং শিগগিরই নোটিশ পাঠাব।’
মিঠুনের উদ্দেশে কুণাল ঘোষ বলেন, ‘যিনি বারবার দল পরিবর্তন করেন, তিনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। যৌবনে ছিলেন নকশাল, পরে যোগ দেন শিবসেনায়, এরপর তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য এবং এখন বিজেপিতে। তার কোনো জায়গায় সম্মান বা অবস্থান নেই। আমি শুধু এই পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম যাতে সব চিটফান্ড মামলার নথি আদালতে পেশ করতে পারি এবং সিবিআই তদন্তের আবেদন করতে পারি। এই পরিস্থিতি তিনি নিজেই ডেকে এনেছেন। আদালতেই দেখা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন