দুই বছর ধরে বন্ধুর প্রতি ক্ষোভ পুষে রেখেছিলেন আশ্বিনী কুমার (৫১)। ২০২৩ সালে ফিরোজ আহমেদ নামের এক ‘বন্ধু’ প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় কারাগারে যান আশ্বিনী কুমার। অবশেষে নিজেকে জ্যোতিষী দাবি করা কুমার প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করেন। সেই বন্ধুর নামে মুম্বাইয়ে বোমা হামলার হুমকি দিয়ে শহরজুড়ে তৈরি করেন আতঙ্ক। এ কারণে মুম্বাইয়ে হাই রেড অ্যালার্টও জারি করা হয়। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পুলিশ জানায়, আশ্বিনী কুমার নয়ডা থেকে প্রথমে দুটি সিম কার্ড কিনে ফিরোজের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠান। বার্তায় ফিরোজের নাম দিয়ে দাবি করা হয়, ‘৩৪টি যানবাহনে ৪০০ কেজি আরডিএক্সসহ ৩৪ মানব বোমা বসানো হয়েছে, যা পুরো শহর কাঁপিয়ে দেবে।’
‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করে ওই বার্তায় আরও বলা হয়, ‘১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।’
শুক্রবার সন্ধ্যায় মুম্বাই পুলিশ কমিশনার (অপরাধ) নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংকে ফোনে বিষয়টি জানান।
পরে পুলিশ কমিশনার রাজীব নারায়ণ মিশ্র বলেন, ‘আমার নেতৃত্বে একটি দল গঠন করা হয়। মুম্বাই পুলিশ যে দুটি নম্বর দিয়েছিল, তা ট্রেস করে নয়ডায় পাওয়া যায়, কিন্তু তখন সেগুলো বন্ধ ছিল।’
তিনি জানান, সিসিটিভি ফুটেজ, স্থানীয় তথ্য এবং নজরদারির মাধ্যমে প্রথমে সিম কার্ড বিক্রেতাকে শনাক্ত করা হয়, পরে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। স্থানীয় এক মুদি দোকানদার আশ্বিনি কুমারকে চিনতে সাহায্য করেন। এরপর শনিবার নয়ডার সেক্টর-৭৯-এর একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরইমধ্যে আশ্বিনি কুমারকে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি গত পাঁচ বছর ধরে সন্তান ও বাবা-মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি আলাদা থাকেন।
পুলিশ জানায়, কুমার আসলে পাটনার পাটলিপুত্র কলোনির বাসিন্দা। ২০২৩ সালে ফিরোজ আহমেদ তার বিরুদ্ধে মামলা করার পর তিনি জেল খেটেছিলেন। সেজন্যই প্রতিশোধ নিতে ফিরোজের নামে সন্ত্রাসী হুমকি পাঠান।
আশ্বিনি কুমারের কাছ থেকে সাতটি মোবাইলফোন, তিনটি সিম কার্ড, ছয়টি মেমোরি কার্ড হোল্ডার, একটি সিম স্লট, দুটি ডিজিটাল কার্ড এবং চারটি সিম কার্ড হোল্ডার জব্দ করেছে পুলিশ।
শুক্রবার মুম্বাইয়ে এই হুমকি পাওয়ার পর পুলিশ উচ্চ সতর্কতা জারি করে। কারণ তখন শহরে গণেশ চতুর্থীর দশম দিন ‘অনন্ত চতুর্দশী’ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছিল।