ভারতের বিহারের কাটিহারের কংগ্রেস সাংসদ তারিক আনওয়ার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কাদা পানিতে না হেঁটে স্থানীয় এক যুবকের কাঁধে চড়ে বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটেছে গত রোববার, আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা যায়, ওইদিন নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা এলাকায় পরিদর্শনে যান সাংসদ আনওয়ার। তিনি সমর্থকদের নিয়ে নৌকা ও ট্রাক্টরে ঘুরে বেড়ান এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। প্রবল বর্ষণের কারণে এসব অঞ্চল বন্যায় প্লাবিত হয়। যদিও পানি কিছুটা কমেছে, তবে নতুন করে মাথাব্যথার কারণ হয়েছে গঙ্গার পাড় ভাঙন। একাধিক স্থানে ভাঙনের খবর পেয়ে এলাকা ঘুরতে যান তিনি।
এ সময় জল-কাদা দেখে হাঁটতে অনীহা প্রকাশ করেন সাংসদ। পরে স্থানীয় এক যুবক তাকে ঘাড়ে করে নিয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুবকের ঘাড়ে বসে মুচকি হাসছেন আনওয়ার, আর পাশে পুলিশ সদস্য ও গ্রামবাসীরা জল-কাদা ভেঙে হাঁটছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিষেক সিং নামে এক যুবক লিখেছেন, ‘ইনি কাটিহারের সাংসদ তারিক আনওয়ার! এনার যদি ন্যূনতম লাজ-লজ্জা থাকত তাহলে ইনি রাজনীতি ছেড়ে দিতেন।’
এক মন্তব্যে একজন লিখেছেন, ‘একেবারে বেহায়া। অবশ্য কংগ্রেসের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। জামা-জুতো বাঁচাতে যুবকের ঘাড়ে চড়েছেন।’
আরেকজন মন্তব্য করেন, ‘লজ্জার মাথা খেয়ে ওই অবস্থাতেও উনি হাসছেন।’ আশিস নামে এক যুবক লিখেছেন, “ভাই, লজ্জা কাকে বলে তা কংগ্রেস নেতাদের জানা নেই। এভাবেই ওনারা ‘বেতাল’-এর মতো জনতার পিঠে চড়ে দেশকে লুট করছেন।”
সমালোচনার জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সাংসদ আনওয়ার লিখেছেন, ‘বন্যা ও নদী ভাঙনের কারণে সাধারণ মানুষ ভীষণ সমস্যার মধ্যে আছেন। আমি দুর্গতদের পাশে দাঁড়িয়েছি এবং সরকারের কাছে আবেদন জানিয়েছি, যেন তাদের দ্রুত সহায়তা পাঠানো হয়।’
তবে ভিডিওকে ঘিরে বিতর্ক চরম আকার ধারণ করায় কাটিহার জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ অসুস্থবোধ করায় হাঁটতে পারছিলেন না, তাই গ্রামবাসীরাই তাকে কাঁধে বহন করেছিলেন।