মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে আরও ৩৮ বাংলাদেশিসহ ৯৬ জনকে আটক করা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ ইসকান্দার পুতেরি ও কুলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সংবাদমাধ্যম বারনামা শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, এই অভিযানে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ডিভিশন ও মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)-এর কর্মকর্তারা অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় বাঙ্গুনান সুলতান ইসকান্দারে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে দেখা গেছে, আটককৃতরা বৈধ পারমিট বা পাস ছাড়াই মালয়েশিয়ায় বসবাস ও কাজ করছিলেন।
দাতুক মোহদ রুসদি এক বিবৃতিতে জানান, ৪৩টি স্থাপনায় অভিযানে স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৯৯ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৯৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের ৩৮ জন, ইন্দোনেশিয়ার ২০ জন, মিয়ানমারের ২২ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ৪ জন, মালয়েশিয়ার ২ জন, ভিয়েতনামের ২ জন, নেপালের ১ জন, থাইল্যান্ডের ১ জন রয়েছেন। সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এর ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন প্রবিধানের ৩৯(৬) ধারা অনুযায়ী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, অভিযানের সময় একটি স্থাপনার ম্যানেজার হিসেবে কাজ করা এক বিদেশিকেও ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫ই ধারায় আটক করা হয়। একই আইনের ৫৬(১)(ডি) ধারায় দুজন স্থানীয়কেও বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন