মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে আরও ৩৮ বাংলাদেশিসহ ৯৬ জনকে আটক করা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ ইসকান্দার পুতেরি ও কুলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সংবাদমাধ্যম বারনামা শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, এই অভিযানে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ডিভিশন ও মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)-এর কর্মকর্তারা অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় বাঙ্গুনান সুলতান ইসকান্দারে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে দেখা গেছে, আটককৃতরা বৈধ পারমিট বা পাস ছাড়াই মালয়েশিয়ায় বসবাস ও কাজ করছিলেন।
দাতুক মোহদ রুসদি এক বিবৃতিতে জানান, ৪৩টি স্থাপনায় অভিযানে স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৯৯ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৯৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের ৩৮ জন, ইন্দোনেশিয়ার ২০ জন, মিয়ানমারের ২২ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ৪ জন, মালয়েশিয়ার ২ জন, ভিয়েতনামের ২ জন, নেপালের ১ জন, থাইল্যান্ডের ১ জন রয়েছেন। সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এর ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন প্রবিধানের ৩৯(৬) ধারা অনুযায়ী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, অভিযানের সময় একটি স্থাপনার ম্যানেজার হিসেবে কাজ করা এক বিদেশিকেও ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫ই ধারায় আটক করা হয়। একই আইনের ৫৬(১)(ডি) ধারায় দুজন স্থানীয়কেও বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন