অবরুদ্ধ গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। দখলকৃত এলাকা সম্পূর্ণ সামরিকীকরণ হয়েছে। শুক্রবার (৯ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গাজায় টেলিযোগাযোগ সহায়তায় কাজ করা জাতিসংঘের অংশীদাররা জানিয়েছে, ফাইবার অপটিক কেবলটি ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে ক্ষতিগ্রস্ত রয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এটি মেরামত করার অনুমতি চাওয়া হলে তারা অনুরোধ প্রত্যাখ্যান করে চলেছে।’
তিনি বলেন, ‘সর্বশেষ প্রত্যাখ্যানটি আজ সকালে করা হয়েছে, কারণ কেবলটি মানবিক প্রতিক্রিয়াশীলদের জন্য ডেটা সংযোগের একটি গুরুত্বপূর্ণ উৎস।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের দলগুলো এখনো জ্বালানির ধারাবাহিক অ্যাক্সেস নিশ্চিত করতে লড়াই করছে এবং জানিয়েছে যে, ‘আজ মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) নেতৃত্বে জাতিসংঘের একটি দল রাফাহর জ্বালানি স্টেশন থেকে কিছু সরবরাহ উদ্ধার করেছে। কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের সহকর্মীদের সেখানে পৌঁছানোর প্রচেষ্টাকে সহজতর করেছে।’
জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘প্রায় তিন সপ্তাহের অস্বীকৃতির পর টানা দ্বিতীয় দিন আমাদের রাফাহ থেকে জ্বালানি উদ্ধারের অনুমতি দেওয়া হয়েছে।’
তবে তিনি উল্লেখ করেছেন, এই সরবরাহ ‘তীব্র চাহিদার তুলনায় পরিমাণে সামান্য’।
ফারহান হক বলেন, ‘গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা ইসরায়েল সামরিকীকরণ করেছে।’
আপনার মতামত লিখুন :