বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলছে আজ রোববার (৩ আগস্ট)। এদিন থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে। শুরুতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে।
শনিবার (২ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে৷ এদিন সকাল ১০টায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে। এরপর ক্লাস শুরু হবে। শুধু নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষার্থীদের আপাতত ক্লাস নেওয়া হবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার পর স্কুল শাখার ক্লাস শুরু হবে।
গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেদিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজটিতে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।
এতে বহু শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মচারী হতাহত হয়েছেন। এখনো অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন
আপনার মতামত লিখুন :