রাজধানীর চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আমির লাল সর্দার নামে এক প্লাস্টিক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিটফোর্ড এলাকায় আশা প্লাস্টিক কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয় আমির লাল সর্দারকে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমির লাল সর্দারের চাচাতো ভাই মো. জসিম জানান, আমির লাল প্লাস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইসলামবাগের আমির হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসার পার্টনার ছিলেন এবং আশা প্লাস্টিক কারখানায় চাকরি করতেন। তিন বছর ধরে ওই ফ্যাক্টরির মালিক হিসাব-নিকাশ দিচ্ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
জসিমের অভিযোগ, শুক্রবার সকালে বিরোধের জেরে আমিরসহ তার লোকজন তার ভাইকে মারধর ও কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হয়ে সে হাসপাতালে মারা যান।
নিহত আমির লাল সর্দারের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে। তার বাবার নাম তালেব সর্দার। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন