জামালপুরের ইসলামপুরে নিজ বাড়ি থেকে সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ধর্মকুড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি আ. স. ম. আতিকুর রহমান।
সাংবাদিক ওসমান হারুনী পৌর শহরের পলবান্ধা এলাকার মৃত আবু তালেবের ছেলে। তিনি মোহনা টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনার প্রেক্ষিতে পরিবারের কেউ কথা বলতে না চাইলেও, পুলিশ মনে করছে মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
ইসলামপুর থানার ওসি আ. স. ম. আতিকুর রহমান জানান, ‘পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক ওসমান হারুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কিডনির অসুস্থতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাংবাদিক ওসমান হারুনী।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন