শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:৩৭ পিএম

দেশে প্রথম পাবনায় তৈরি হলো ব্যতিক্রমী প্রতিমা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:৩৭ পিএম

২৫ মুখ ও ৫০ হাতের দেবী দুর্গা প্রতিমা। ছবি- রূপালী বাংলাদেশ

২৫ মুখ ও ৫০ হাতের দেবী দুর্গা প্রতিমা। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রেলওয়ে হরিজন পল্লীর শ্রীশ্রী বারোয়ারী দুর্গা মন্দিরে তৈরি হচ্ছে ব্যতিক্রমী ২৫ মুখ ও ৫০ হাতের প্রতিমা। দেবীর ২৫টি মাথা ও ৫০টি হাত ছাড়াও থাকছে দুটি সিংহ, একটি অসুর ও একটি মহিষাসুর। আয়োজকদের দাবি, বাংলাদেশের কোথাও এমন প্রতিমা তৈরি হয়নি। তবে এর আগে এই রূপে দুর্গার আরাধনা প্রথম হয়েছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরে।

এ প্রতিমা হবে এখানকার প্রধান আকর্ষণ- এমনটাই প্রত্যাশা আয়োজকদের। তারা আশা করছেন, প্রতিমা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, শেষ সময়ে প্রতিমাকে ফুটিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে প্রতিমার পূর্ণাঙ্গ রূপে আনতে আরও দুই দিন সময় লাগবে বলে জানান মৃৎশিল্পী উকিল কামার।

আয়োজকদের দাবি, এর আগে দেশের কোথাও ২৫ মুখ ও ৫০ হাতবিশিষ্ট দুর্গা প্রতিমা তৈরি হয়নি। তবে উত্তর কলকাতার বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গোৎসবে ২০২৪ সালে ২৩ মুখ ও ৪২ হাতের দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছিল। এর আগে ২০২২ সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুর মন্দিরে ২৫ মুখ ও ৫০ হাতবিশিষ্ট দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছিল।

মৃৎশিল্পী উকিল কামার বলেন, ‘দীর্ঘ ১৮–২০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। কিন্তু ১৬ ফুট উচ্চতার, ২৫ মুখ ও ৫০ হাতওয়ালা এমন দেবীমূর্তি আগে কখনো তৈরি করিনি। এ প্রতিমা তৈরির কাজটি আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। দেবীর ২৫টি মাথা পরপর বসাতে হয়েছে, পরে সেই অনুযায়ী হাত সংযোজন করতে হয়েছে।’

পাকশী রেলওয়ে হরিজনপল্লী দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক রাজু বলেন, ‘দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরের দুর্গা দেবীর ২৫ মুখ ও ৫০ হাতবিশিষ্ট প্রতিমা ২০২২ সালে সেখানকার ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে দারুণ আকর্ষণ তৈরি করেছিল। ভক্তরা চামুণ্ডা দেবীর আরাধনা করে তৃপ্তি লাভ করেছিলেন। সেই প্রত্যাশা থেকেই এবার আমরা প্রতিমার এ রূপ দিয়েছি। আশা করছি, পাকশীসহ আশপাশের এলাকায় এবারের পুজোর মূল আকর্ষণ হবে দুর্গাদেবীর এই চামুণ্ডা রূপ। তাই এবার রণংদেহী অবতারে দেবীকে উপস্থাপন করা হয়েছে। মণ্ডপের সামনেই রীতি অনুযায়ী থাকছে দুটি সিংহ।’

Link copied!