কক্সবাজারের চকরিয়ার বদরখালী ও কাকারা ইউনিয়নের পৃথক ঘটনায় গিয়াস উদ্দিন (৪৭) ও মোহাম্মদ হারুনুর রশীদ (৪৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, গোলাম কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে অপহরণ করে হত্যা করে লাশ মাতামুহুরী সেতুর পাশে ফেলে দেয়।
একই দিন সকাল ১০টার দিকে বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে এক ভাইপো চাচাকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ হারুনুর রশীদ ওই এলাকার ছাবের আহমদের ছেলে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন