খুলনার পাইকগাছায় পিতার অনৈতিক কর্মকাণ্ড ও সম্পর্কের অবনতি জানিয়ে দেড় যুগ আগে নোটারি পাবলিকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেছিলেন পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন ও তার বড় ভাই।
সম্প্রতি তাদের পিতা লুৎফর গাজী মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে আটক হন এবং ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়। এ ঘটনায় একটি মহল সাদ্দামের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন মাধ্যমে তার পিতার সঙ্গে সম্পর্কের বিষয় প্রচার করছে।
সাদ্দাম হোসেন জানান, ‘পিতার দায়িত্ব পালন না করা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ২০১৬ সালে আমরা নোটারি পাবলিকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করি। আমার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের অপরাধের দোষ আমার উপর চাপানো হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে আমার সম্মানহানির প্রচারণা চালাচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ঘটনার পর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে তার পক্ষে অবস্থান নিয়ে “আমি সাদ্দাম” নামে প্রতিবাদমূলক পোস্ট চালাচ্ছেন। তারা বলছেন, ‘জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন এক দিনে তৈরি হয়নি। বিগত সরকারের আমলে একাধিকবার জেলজুলুমের শিকার সাদ্দামের পাশে আমরা থাকব।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন