সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো যাত্রী বা কর্মচারী আহত হননি। ট্রেনের সামান্য ক্ষতি হয়েছে। তবে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।’
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘আমি বিষয়টি আজকে শুনেছি। কে বা কারা এটি করেছে তা আমাদের জানা নেই। যেহেতু এটি রেলওয়ের ঘটনা এ বিষয়ে জিআরপি থানা ভালোভাবে বলতে পারবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন