বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বিভিন্ন বিভাগের প্রায় ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এবং জেলা ড্যাবের (ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সহযোগিতায় উপজেলা মোগড়া ইউনিয়নের ক্যামব্রিয়ান কলেজের হলরুমে এই আয়োজন করা হয়।
ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী আলহাজ মুশফিকুর রহমান।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন: আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন, সহসভাপতি ডা. সহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন প্রমুখ।
রিনা বেগম নামে এক রোগী বলেন, ‘আমাদের এলাকায় ডাক্তার আসার কথা শুনে খুবই ভালো লাগল। তাই সকালবেলায় ক্যাম্পে চলে এসেছি। ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পাওয়ায় আমি খুবই খুশি।’
তানিয়া ইয়াসমিন বলেন, ‘বাড়ির কাছে ডাক্তার পেয়েছি, সেইসাথে বিনামূল্যে ওষুধও পেয়েছি, কোনো ভিজিট খরচ হয়নি। ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়। এখানে কিছুই লাগেনি। বিনামূল্যে এমন চিকিৎসা ও ওষুধ আগে কখনো পাইনি। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে কথা শুনেছেন, ওষুধও দিয়েছেন। আমরা খুশি।’
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিসিন, গাইনি, শিশু রোগ, চর্ম, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের ২১ জন চিকিৎসক এই সেবা দিয়েছেন। সেইসাথে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।’
জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক আয়োজনের মাধ্যমে রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন