ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনছারীকে সহসভাপতি পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কৃষকদল জানায়, ‘দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে দৌলতুজ্জামান আনছারীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনোরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।’
সংগঠনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’
এর আগে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাই) উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন দৌলতুজ্জামান আনসারী।
পরে তিনি সাংবাদিকদের দাবি করেন, তিনি গত বুধবার কৃষক দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করেই তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন।
‘বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার কোনো চেষ্টা করিনি। আমি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি’, যোগ করেন আনসারী।
জানা গেছে, জাতীয় পার্টির হয়ে রাজনীতি শুরু করেছিলেন আনসারী। এরপর বিএনপিতে যোগ দেন তিনি। পরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন। পাশাপাশি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
তবে স্থানীয় বিএনপি সূত্র জানায়, পদে থাকলেও উপজেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন না আনসারী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন