রাজনৈতিক আড়ম্বর নয়, সরলতাই থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন ঘিরে, এমনটাই জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার তার ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘরে জন্ম নেন তিনি।
দলীয় নির্দেশনা অনুযায়ী, জন্মদিনে কেক কাটা, পোস্টার–ব্যানার টাঙানো বা জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে ঢাকাসহ দেশের সব ইউনিটকে।
বিএনপি বলছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটেই এই সংযত কর্মসূচির সিদ্ধান্ত।
ঢাকায় বেড়ে ওঠা তারেক রহমান পড়াশোনা করেছেন বিএএফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ কলেজ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে। মাধ্যমিকের পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। পরে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি বস্ত্রশিল্প ও নৌ–যোগাযোগ খাতে ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি।
রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু পিতা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে। তবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি সক্রিয় ছিলেন নির্বাচনী প্রচারে। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার সহচর হিসেবে দেশজুড়ে প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনে নিজস্ব পরিকল্পনায় পরিচালিত প্রচারণার মধ্য দিয়ে বিএনপির জাতীয় রাজনীতিতে দৃশ্যমান হয়ে ওঠেন তিনি।
জন্মদিনকে ঘিরে বিএনপির কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান নেই। দলীয় সূত্র জানায়, নেতাকর্মীদের সাধারণ কর্মসূচিতেই দিনটি কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন