আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রণক। ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের নেতৃত্বাধীন দলের এ প্রার্থী নির্বাচনী এলাকায় উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে রণক বলেন, বিগত সময়ে বহুজন এমপি হলেও ঢাকা-৫ আসনে দৃশ্যমান উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্যসহ জনজীবনের মৌলিক উন্নতি হয়নি বরং দুর্নীতি, চাঁদাবাজী, দখলদারিত্ব ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘জনতার অধিকার আমাদের অঙ্গীকার’— দলীয় স্লোগানকে ধারণ করে জনগণের ভাত-ভোট, জীবন-জীবিকা, খাদ্য-বস্ত্র-শিক্ষা-চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
রণক তার ১১ দফা মৌলিক ইশতেহার প্রকাশ করেন—
১. জলাবদ্ধতা দূরীকরণ ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা।
২. প্রয়োজনীয় গ্যাস সরবরাহ ও অবৈধ অপচয় রোধ।
৩. সড়ক সংস্কার ও অবৈধ দখলমুক্ত করে যানজট নিরসন।
৪. প্রশাসনের সহযোগিতায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপকর্ম দমন।
৫. উন্নত শিক্ষা ব্যবস্থা ও কমপক্ষে তিনটি সরকারি কলেজ-ইউনিভার্সিটি প্রতিষ্ঠা।
৬. স্বাস্থ্যসেবার উন্নতি ও তিনটি নতুন সরকারি হাসপাতাল স্থাপন।
৭. শিল্পপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র তৈরি করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত।
৮. পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ও অবৈধ সংযোগ বন্ধ।
৯. মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নে সরকারি সহায়তা।
১০. সরকারি বাজেটের স্বচ্ছতা ও বরাদ্দ জনগণের সামনে উপস্থাপন।
১১. জনগণের সেবক হিসেবে সার্বক্ষণিক জনস্বার্থে কাজ করা।
তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা-৫ আসনের জনগণ ট্রাক প্রতীকে আমাকে বিজয়ী করলে জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখব। সন্ত্রাসী, চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন