বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আজ শনিবার রাজধানীর মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
দিনভর উৎসবমুখর পরিবেশে মোট ৬০ জন প্রার্থী তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন সংগ্রহ করেছেন।
জানা গেছে, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে ৩ জন, রাজশাহী থেকে ৪ জন, সিলেট থেকে ৩ জন, রংপুর থেকে ৬ জন এবং বরিশাল থেকে ১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন প্রার্থী। আর ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এই বিভাগ থেকেই মনোনয়ন কিনেছেন বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু।
একই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার খালেদ মাসুদ পাইলটও।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ক্লাব ক্যাটাগরির ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন।
তালিকায় রয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক নির্বাচক ফারুক আহমেদও। তবে এখনও আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচিত হবেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন