মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গাজায় যুদ্ধবিরতি চাপ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে আহ্বান জানিয়েছেন। বার্তাসংস্থা টাইমস অব ইসরায়েল বিষয়টি নিশ্চত করেছে।
শনিবার (১৭ মে) বার্তাসংস্থা টাইমস অব ইসরায়েল জানিয়েছে,সিসি-ট্রাম্প গাজা যুদ্ধবিরতির আহ্বানের ডাকের কথা। দীর্ঘকাল ধরে গাজা কে কেন্দ্র করে ইরান বসিরায়েল সংঘাত চলমান। ইতোমধ্যে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। ট্রাম্প উপসাগরীয় ভ্রমণে (গালফ ট্যুর) গাজা সম্পর্কে মন্তব্য করেন যে তিনি এটিকে স্বাধীন অঞ্চল বানাতে চান। এ মন্তব্য আন্তর্জাতিকভাবে কড়া সমালোচনার স্বীকার হয়। এরপর ট্রাস্পকে যুদ্ধাবরতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও চাপ সৃষ্টিতে করণীয় গ্রহনের আহ্বান জানায় মিশরের সিসি।
বাগদাদের এক আরব লীগ সম্মেলনে আব্দেল ফাত্তাহ আল সিসি বলেন, ‘গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সকল প্রচেষ্টা ও চাপ প্রয়োগের জন্য শান্তি সুসংহত করতে চান এমন নেতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি আহ্বান জানাচ্ছি।’ যা ‘একটি গুরুতর রাজনৈতিক প্রক্রিয়ার পথ প্রশস্ত করবে যেখানে তিনি একজন মধ্যস্থতাকারী এবং পৃষ্ঠপোষক হবেন।’