ইসরায়েলি হামলায় আবারও রক্তাক্ত হলো গাজায় দক্ষিণাঞ্চল। ময়দা বহনকারী ট্রাকের পাশে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) দক্ষিণ গাজায় এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে।’
অন্যদিকে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে চালানো আরেকটি বোমা হামলায় প্রায় ৫০ জন নিহত বা নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘ফিলিস্তিনিরা যখন অনাহারে মৃত্যুর মুখে, তখন ইসরায়েল মাত্র চামচভর্তি সহায়তা প্রবেশ করতে দিচ্ছে। উত্তরে অবরুদ্ধ অংশে তো কিছুই পৌঁছায়নি।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,৯০১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২২,৫৯৩ জন আহত হয়েছেন।
গাজা সরকারের গণমাধ্যম দপ্তর বলেছে, ইসরায়েলিদের বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় ৬১,৭০০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই ইসরায়েল গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালিয়ে আসছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
        
                            
                                    
-20250524144348.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন