গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল সরকার ও মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোলা চিঠি দিয়েছেন দেশটির ৮০০-এর বেশি আইনজীবী, শিক্ষাবিদ ও সাবেক বিচারপতি।
চিঠিতে বলা হয়েছে, গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ঘটছে এবং তা বন্ধে যুক্তরাজ্যকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
চিঠিতে বলা হয়েছে, ‘গাজায় একটি চলমান গণহত্যা এবং সেখানে গণহত্যার গুরুতর ঝুঁকি বিদ্যমান।’
এতে আরও উল্লেখ করা হয়, গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে গাজাবাসীদের সম্ভাব্য নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতের সাবেক বিচারপতি ও খ্যাতনামা আইনজীবীরা স্বাক্ষর করেছেন।
সূত্র: আলজাজিরা