ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দির ক্ষমা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৯:৩২ এএম
ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ছবি- সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন।

ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সুলতানের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজকীয় বিবৃতিতে বিদেশি কারাবন্দিদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে যে, মুক্তিপ্রাপ্ত এই বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে সরকারি খরচে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মাননীয় সুলতান হাইথাম বিন তারিক মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি এবং এদের মধ্যে বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘ওমান সবসময়েই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মাননীয় সুলতান মুক্তিপ্রাপ্ত কয়েদি এবং তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন’। 

১৯৫৫ সালে জন্মগ্রহণকারী সুলতান হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে আরোহণ করেন। তিনি একই সঙ্গে ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিংহাসনে আরোহণের পূর্বে তিনি ওমানের ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।