ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ইরানের দিকে রণতরী পাঠাচ্ছে মার্কিন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:০২ এএম
মার্কিন বিমানবাহী রণতরী। ছবি- সংগৃহীত

ইরানের ভূখণ্ডের দিকে একের পর এক রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-কে ভূমধ্যসাগরের দিকে পাঠানো হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইউরোপের দিকে নেওয়া হবে এবং পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে।

এ নিয়ে ইরানের সন্নিকটে তিনটি মার্কিন রণতরী মোতায়েনের খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধবিমানসহ এসব রণতরী মোতায়েনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এই পরিস্থিতিতে জেরুজালেম থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন।