ইসরায়েলি শাসনব্যবস্থা ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান অবশ্যই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম।
সোমবার (২৩ জুন) লেবাননের একটি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘যেহেতু ইরান ন্যায়সঙ্গত অবস্থানে রয়েছে এবং আক্রমণের শিকার, তাই তাদের বিজয় নিশ্চিত।’
তিনি আরও বলেন, ‘ইরান বর্তমানে একজন সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ ওয়ালি-এ-ফাকিহের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যিনি দেশকে আরও শক্তিশালী ও গর্বিত রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
শেখ কাসেম সতর্ক করে বলেন, ‘যদি ইসলামী বিপ্লবের নেতাকে আগ্রাসনের লক্ষ্যবস্তু করা হয়, তাহলে তার পরিণতি হবে বিশ্বব্যাপী ভয়াবহ।’
তিনি আরও বলেন, ‘ইরানি জাতি তাদের নেতার পেছনে সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। আগ্রাসন অব্যাহত থাকলে কেবল একটি অঞ্চল নয়, বরং সমগ্র বিশ্ব ক্ষতির মুখে পড়বে।’
তথ্যসূত্র: মেহের নিউজ
-20250624001652.webp)

