সোমবার, ২১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৭:১৪ পিএম

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল-শারাকে বিশ্বাস করতে পারছে না ‘ইসরায়েল’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৭:১৪ পিএম

সিরিয়ার প্রধানমন্ত্রী আল-শারা ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রধানমন্ত্রী আল-শারা ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। ছবি: সংগৃহীত

সিরিয়ার সুয়েইদা অঞ্চলে দ্রুজ বেদুইন সংঘাতের পর দেশটির নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকেও আর বিশ্বাস করতে পারছে না ‘ইসরায়েল’। যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেছেন ‘ইসরায়েল’র প্রতিরক্ষামন্ত্রী ‘ইসরায়েল’ কাটজ।

এ সময় সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।

১৩ জুলাই থেকে সিরিয়ার সুয়েইদা অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সাথে স্থানীয় বেদুইন জনগোষ্ঠির সংঘাত ছড়িয়ে পড়ে। এ সংঘাতে এ পর্যন্ত ১০০০ বেশি লোক নিহত হয়েছে বলে জানায় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

কাটজের অভিযোগ, ‘‘আল-শারা ‘জিহাদিবাদী গোষ্ঠী’গুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”

সিরিয়ার ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসন গত ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন প্রশাসন গঠিত হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে কাটজ বলেন, “আমি হাফিজ আল-আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল-আসাদকেও না। এখন শারাকে তো আরও নয়।

কাটজের অভিযোগ, আল-শারা জিহাদিগোষ্ঠীগুলোর ওপর নির্ভর করে সিরিয়ার সংখ্যালঘুদের, বিশেষ করে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। ভবিষ্যতে তিনি একই গোষ্ঠীকে গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। 

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের মধ্যেই শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

সংঘাতময় পরিস্থিতির মধ্যে ‘ইসরায়েল’ দামেস্কসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার কারণ হিসেবে তারা দাবি করে, দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই এই অভিযান। তবে সিরিয়ার অধিকাংশ দ্রুজ নেতা বিদেশি হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন এবং দেশটির একীভূত রাষ্ট্র হিসেবে টিকে থাকার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

 

 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!