ফিলিস্তিনের গাজায় সামরিক কার্যক্রমে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। শনিবার (২৬ জুলাই) গাজায় খাদ্য সংকট মোকাবেলায় বিমান থেকে খাবার সরবরাহের ঘোষণার পর নতুন করে এ সিদ্ধান্ত জানালো তেল আবিব। ঘোষণায় গাজায় সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন ১০ ঘন্টা দেইর আল বালা , মাওয়াসি এবং গাজায় হামলা বন্ধ রাখার কথা জানায় ইসরায়েল।
অনেক দিন ধরে ইসরায়েল তার পশ্চিমা মিত্র ও সাহায্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে নানাবিধ চাপের মুখে রয়েছে।দাতা সংস্থাগুলো বারবার গাজায় বড় ধরণের খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করে আসছিলো তেলআবিবকে। এমনকি সংস্থাগুলো বিমানে করে ইসরায়েলের ত্রাণ ফেলার সমালোচনা করে বলে, গাজায় যে পরিমাণ মানুষ অনাহারে রয়েছে, সে তুলনায় এ ত্রাণ খুবই যৎসামান্য।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, খাদ্য সংকট শুরুর পর থেকে উপত্যকাটিতে এ পর্যন্ত ১২৭ জন মারা গেছে, যাদের মধ্যে ৮৫ জনের বেশি শিশু। ইসরায়েল সেনাবাহিনী বলছে, আকাশ থেকে বিমানে করে ত্রাণ ফেলা মূলত অঞ্চলটিতে মানবিক করিডর প্রতিষ্টার প্রথম ধাপ, যা ইসরায়েলের বিরুদ্ধে আনা ইচ্ছাকৃতভাবে গাজার জনগোষ্টিকে অনাহারে হত্যার দিকে টেলে দেওয়ার অভিযোগকে ভুল প্রমাণিত করবে।