ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

‘ইসরায়েল’র তিন সামরিক এলাকায় ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৫:১৯ পিএম
ছবি- সংগৃহীত

‘ইসরায়েল’র তিনটি সামরিক লক্ষ্যবস্তুতে পাঁচটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে এক টেলিভিশন বিবৃতিতে তারা জানায়, বুধবার সন্ধ্যায় এসব হামলা চালানো হয়। বার্তা সংস্থা সিনহুয়া বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হুতি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভিতে প্রচারিত বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ড্রোনগুলো তেল আবিব, আশকেলন এবং নেগেভ অঞ্চলের সামরিক এলাকায় আঘাত হেনেছে। তিনি দাবি করেন, ‘অভিযানটি সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

এর আগে সন্ধ্যায় ‘ইসরায়েলি’ প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ‘ইসরায়েল’র আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে। এই হামলার কারণে কোনো সতর্কতা সাইরেন বাজানো হয়নি।

গত ২৪ ঘণ্টার মধ্যে ‘ইসরায়েল’র বিরুদ্ধে এটি হুতিদের দ্বিতীয় হামলা। মঙ্গলবার সন্ধ্যায়ও হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা দাবি করেছিল আইডিএফ।

হুতি গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘ইসরায়েল’কে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।