ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সড়কে প্রাণ গেল দম্পতির, বাঁচল তিন শিশু সন্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৫:৩৮ এএম
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের আল ধান্নাহ সিটিতে বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছে তাদের তিন শিশু সন্তান। তবে তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই দম্পতি রাজধানী আবুধাবি থেকে গাড়িতে করে আসছিলেন। ভোর ৩টার দিকে এ দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। আর আহত হয় তাদের তিন সন্তান। এর মধ্যে চার মাস বয়সি এক শিশুও রয়েছে। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মী বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। ওই দম্পতির মরদেহ ভারতে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে আমরা সহযোগিতার অনুরোধ পাই। আবুধাবিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করে মানবিক বিবেচনায় দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করি। শুক্রবার সন্ধ্যায় মরদেহ ভারতে পাঠানো হয় এবং শনিবার সকালে স্বজনদের কাছে পৌঁছে যায়।’

নিহতরা হলেন—সাইয়েদ ওয়াহিদ ও তার স্ত্রী সানা বেগম।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, সাইয়েদ ওয়াহিদ একজন সাইবার নিরাপত্তাকর্মী ছিলেন এবং ২০১৮ সাল থেকে আরব আমিরাতে বসবাস করছিলেন। তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে নিহত দম্পতির সন্তানদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।