ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণপ্রত্যাশী ২৪ জনসহ উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারান আরও ৫১ ফিলিস্তিনি । নিহত ৫১ জনের মধ্যে অন্তত অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে ৮ জনের। এ ছাড়া গাজা শহরে ২০ দিনে এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে তেল আবিব। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী গত ৬ আগস্ট গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। সংস্থাটির দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে। টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এদিকে গাজা শহর পুরোপুরি দখলে নিতে ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে সাবরা এলাকায় ঢুকে পড়েছে। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে। ফলে এখন গাজার কোথাও নিরাপদ এলাকা নেই—উত্তর থেকে দক্ষিণ; সবখানেই বেসামরিক মানুষকে লক্ষ্য করে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবির পর্যন্ত বোমাবর্ষণ চলছে।
অধিকারকর্মীরা বলছেন, এর লক্ষ্য হতে পারে গাজা থেকে সব ফিলিস্তিনিকে উৎখাত করা। ইসরায়েল পুরো গাজা শহর ধ্বংস করতে চাইছে—যেমনটি তারা রাফাহ শহরে করেছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন