ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৫৫ হাজার গর্ভবতী নারী ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রসব ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে তারা জীবন নিয়ে রীতিমত শঙ্কায় আছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর আল জাজিরা।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুযারিচ নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, গাজায় গর্ভবতী নারীরা ‘ভয়ংকর ও মানসিকভাবে আঘাতজনক’ পরিস্থিতির মধ্যে আছেন।
তিনি বলেন, স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকি এবং চড়া পরিবহন খরচের কারণে অনেক পরিবারই নিরাপদ স্থানে যেতে পারছে না।
জাতিসংঘের এই মুখপাত্র আরও বলেন, ইসরায়েলের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ যুদ্ধরত পক্ষগুলোর বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না।
এদিকে, দখলদার ইসরায়েলের ‘স্থল হামলা’ প্রতিহত করতে প্রতিরোধ যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন হামাসের কমান্ডার ইজ আল-দ্বীন হাদাদ। হামাসের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমন সময় হাদাদের এ বার্তা আসল, যখন গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে ‘ইসরায়েল’।
হামাস যোদ্ধাদের পাঠানো এক বার্তায় এ কমান্ডার জানিয়েছেন, যুদ্ধের সম্মুখভাবে তিনি নিজে উপস্থিত থাকবেন। এ ছাড়া গাজা সিটিতে ‘ইসরায়েলি’ সেনাদের সঙ্গে কয়েক মাস যুদ্ধ করতে হতে পারে বলেও জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন