ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানান, আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো জায়নবাদী শাসনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাত। এতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়ে বলে জানান তিনি।
বার্তাসংস্থা ‘মেহের নিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা মোসাদ এজেন্টদের সঙ্গে জরুরি কনফারেন্স কলের জন্য সিম কার্ড সংগ্রহ ও বিশেষ ফোন ক্রয় করেছিল। এছাড়া রাজধানী তেহরানসহ উরুমিয়া, শাহরুদ, ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।
এ চক্রটি ইরানের সামরিক ঘাঁটি, দুর্গ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণে জড়িত ছিল এবং এসব কার্যকলাপের বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেত।
বিচার বিভাগীয় কর্মকর্তারা মোসাদ এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ আদালতে উপস্থাপন করার পর উরুমিয়ার বিপ্লবী আদালত আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেয়। তাদের বিরুদ্ধে ‘শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ আইন’-এর ৬নং ধারা অনুযায়ী অভিযোগ আনা হয় এবং সে অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।