ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে, ইসরায়েলের ওপর হামাসের প্রাণঘাতী হামলার নিন্দাও জানান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে ভিডিওবার্তার মাধ্যমে এ আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় তিনি এই সম্মেলনে যোগ দিয়ে পারেননি।
মাহমুদ আব্বাস বলেন, ‘গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাস ও অন্যান্য গোষ্ঠীগুলোকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বেসামরিক নাগরিকদের হত্যা ও আটক রাখার নিন্দা জানাই।’ তার এই বক্তব্য হামাসের জিম্মি করার বিষয়টিকেই নির্দেশ করছে।
এর আগে সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। এ ছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার বলেন, ‘সব জিম্মিকে মুক্তি এবং হামাসসহ সন্ত্রাসী সংগঠনগুলোকে ক্ষমতা থেকে সরানোর পরই ফিলিস্তিন রাষ্ট্রের আইনি স্বীকৃতি দেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন