বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবহন শ্রমিকদের বাসস্ট্যান্ড এলাকায় অলস বসে থাকতে দেখা গেছে। এ ছাড়া সকাল থেকে বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কর্মীরা কর্মহীন সময় অতিবাহিত করছেন।
কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর-ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিকেলে বাস মালিক পক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনায় বসার কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গতকাল পর্যন্ত মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসা অনিশ্চিত ছিল। আজ সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার শ্রমিক নেতাদের সঙ্গে বাস মালিক পক্ষের আলোচনা আজই বিকেলে ঢাকার গাবতলীতে অনুষ্ঠিত হবে। আশা করছি, আলোচনার মাধ্যমে একটি ভালো সমাধান বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসি পরিবহনসহ কয়েকটি পরিবহনের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন