ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেন জেসমিন খানম (৪০) নামের এক নারী। তিনি গত ২০ সেপ্টেম্বর, শনিবার সকালে নিখোঁজ হন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন খানম উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাকেরভিটা এলাকার মো. জসিমের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেসমিনের ১৭ বছর বয়সি প্রতিবন্ধী ছেলে মো. তানজিল তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে জেসমিন নদীতে ঝাঁপ দিলে স্রোতের টানে তিনি তলিয়ে যান।
জেসমিনের শ্বশুর মো. শাহজাহান খান। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘শনিবার সকালে আমার নাতি তানজিল নদীতে পড়ে গেলে জেসমিন তাকে বাঁচাতে নদীতে নামে। এ সময় উপস্থিত কয়েকজন তানজিলকে উদ্ধার করতে পারলেও জেসমিন নদীর স্রোতে তলিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই। ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালালেও এতদিন তার কোনো খোঁজ মেলেনি। আজ সকালে বোরহানউদ্দিন তেঁতুলিয়া রিভার ইকোপার্কের কাছে জেসমিনের মরদেহ পাওয়া যায়।’
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. টিপু বেলা সাড়ে ১১টার দিকে রূপালী বাংলাদেশকে বলেন, ‘সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা আমাদের জানায় যে, নদীতে একটি মরদেহ ভেসে উঠেছে। আমরা সেখানে গিয়ে নিশ্চিত হই যে, এটি নিখোঁজ জেসমিন খানমের মরদেহ।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন