ব্যালন ডি’অর ঘোষণার পর থেকেই ফুটবল মহলে চলছে তুমুল আলোচনা। এবারের সেরা ফুটবলারের পুরস্কার উসমান দেম্বেলের হাতে উঠলেও, এ ফলাফলকে মেনে নিতে পারছেন না বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালের বাবা।
ইয়ামালের বাবা মুনির নাসরাওয়ি, এই পুরস্কার তার ছেলের হাতে না ওঠাকে ‘খুবই অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন।
নিজের ছেলের প্রতি অটল বিশ্বাস রেখে মুনির নাসরাওয়ি বলেন, আমাদের খোলাখুলি বলতে হবে, এখানে কিছু একটা খুবই অদ্ভুত ঘটেছে।
আমি এটাকে সরাসরি ‘ডাকাতি’ বলব না, তবে এটি একজন মানুষের জন্য সবচেয়ে বড় মানসিক ক্ষতি।
নাসরাওয়ি বলেন, লামিন নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার। অনেক ব্যবধান নিয়েই সে সবার সেরা। এটা শুধু আমার ছেলে বলেই বলছি না, কারণ ও সত্যিই বিশ্বের সেরা। আমার মনে হয় না তার কোনো প্রতিদ্বন্দ্বী আছে।
এবারের ব্যালন ডি’অর মঞ্চে অনেকেই ইয়ামালকে অন্যতম যোগ্য দাবিদার মনে করেছিলেন।
বার্সেলোনা এবং স্প্যানিশ জাতীয় দলের হয়ে তার অসাধারণ পারফরম্যান্স তাকে এই দৌঁড়ে এগিয়ে রেখেছিল। তবে শেষ পর্যন্ত দেম্বেলের হাতেই উঠলো পুরস্কারটি।
স্প্যানিশ ফুটবল সমর্থকদের হতাশ না করে ইয়ামালের বাবা বলেন, স্পেনের সবার প্রতি শুভেচ্ছা রইল। আগামী বছর ব্যালন ডি’অর হবে স্প্যানিশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন