এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের বিপক্ষে পাকিস্তান দলের ব্যাটিংয়ের সময় হার্দিক পান্ডিয়ার বলে ওপেনার ফখর জামানের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বলে জানা গেছে।
ফখর জামানের ক্যাচটি নিয়ে মূলত বিতর্ক শুরু হয়। হার্দিক পান্ডিয়ার বলে ফখর অফ-সাইডে শট খেলেন, যা উইকেটকিপার গ্লাভসে জমা পড়ে। মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় ভারতীয় দল রিভিউ নেয়।
রিপ্লেতে দেখা যায়, বল গ্লাভসে পৌঁছানোর আগে মাটি ছুঁয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে তৃতীয় আম্পায়ার ফখরকে আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্তে ফখর হতাশ হয়ে মাঠ ছাড়েন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের 'সামা টিভি'-তে এক আলোচনায় তিনি বলেন, 'ওই আম্পায়ারকে তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।'
একই আলোচনায় উপস্থিত আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও আফ্রিদির সঙ্গে একমত হন। তিনি বলেন, ওরা অনেকগুলো অ্যাঙ্গেলই দেখেনি।
ফখর তিনটি চার মেরেছিল এবং প্রথম ওভারেই বুমরাকে সহজে সামলেছিল। ভারতের জন্য তার উইকেটটা ছিল খুব গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে 'ভুল' আখ্যা দিয়ে বলেন, '২৬টা ক্যামেরা থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার কেন শুধু দুটি অ্যাঙ্গেল দেখল? ফখর উইকেটে থাকলে ম্যাচের গতিপথ অন্যরকম হতো।'
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন