নেত্রকোনার পূর্বধলায় চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) উপজেলার দুধী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব আসাদুজ্জামান সুজন। এ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি সেলিম মিয়া, সহসভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শেখ, প্রচার সম্পাদক মো. মোতালেব, সম্মানিত সদস্য হরমুজ মণ্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রকৃতি আমাদের জীবন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছই সবচেয়ে বড় সহায়। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ ধরনের কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করিয়ে পাঠ করানো হয় শপথ—‘পরিবেশবান্ধব দেশ গড়ি, একটি করে গাছ লাগাই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন