গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।
শামীম আহমেদের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার তিনি দগ্ধ হয়েছিলেন। তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে পাঁচজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ, ফায়ার ফাইটার মো. নুরুল হুদা, ফায়ার অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার জয় হাসান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন