গাজায় যুদ্ধ চলাকালীন কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে আইসিসিকে অনুরোধ করেছে ইসরায়েল।
ইসরায়েলের উপ-অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত নথি অনুযায়ী, ইসরায়েল আইসিসিকে অনুরোধ করেছে যেন তারা ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত নৃশংস অপরাধের তদন্ত আপাতত স্থগিত রাখে। খবর আল-জাজিরার।
গত বছরের ২১ নভেম্বর আইসিসি গাজা সংঘাতে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরি (অর্থাৎ মোহাম্মদ দেইফ)-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি জানায়, মোহাম্মদ দেইফের মৃত্যুর বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরোয়ানাটি প্রত্যাহার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন