ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেয়ানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের লেবার দলীয় নেতা কির স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিদের সমালোচনায় সরব হয়েছেন। ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন তারা। একইসঙ্গে এই আগ্রাসন বন্ধ না করলে ‘কঠোর ব্যবস্থা’ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই তিন বিশ্ব নেতা।
নেতানিয়াহু বলেন, ‘তিন দেশের নেতাদের এই হুমকি ইসরায়েলকে চাপের মুখে ফেলবে এবং এটি হামাসকে সুযোগ করে দিবে।’
তিনি আরও বলেন, ‘এদের দাবির ফলে ইসরাইলকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে, যা হামাসকে অক্টোবর ৭ তারিখের মতো হামলা পুনরায় চালানোর সুযোগ দেবে।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের কারণে ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ৭ এর পর থেকে ফিলিস্তিনিদের মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৭৬২ ছাড়িয়েছে।
এই হত্যাযজ্ঞের প্রতিবাদে পশ্চিমা নেতারা নেয়ানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করছেন। ফলে গাজা পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল।
আপনার মতামত লিখুন :