ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

বজ্রপাতে গাছের ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৮:০৮ পিএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতের সময় জামগাছের ডাল ভেঙে পড়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (৪৮) ও তার আট বছরের শিশু পুত্র নাইম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোলাম মোস্তফা ও তার ছেলে নাইম বাড়ির পাশেই নিজেদের বীজতলায় কাজ করছিলেন। রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও হঠাৎ করেই আকাশ মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই বজ্রপাত শুরু হলে আশ্রয়ের জন্য গোলাম মোস্তফা তার ছেলেকে নিয়ে কাছের একটি জামগাছের নিচে দাঁড়ান।

নিহত মোস্তফার চাচা মো. রফিকুল ইসলাম বলেন, এ সময় ওই গাছেই বজ্রপাত হলে জামগাছের একটি বড় ডাল ভেঙে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম মোস্তফা। আহত অবস্থায় নাইমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’