দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সুপরিচিত সামাজিক-অরাজনৈতিক সংগঠন আদর্শ নাগরিক ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে নগরীর চকবাজারস্থ কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির আহ্বায়ক মো. আবদুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আবু ওবাইদা আরাফাত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ বাহার চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন সাজ্জাদ উদ্দিন এবং সংগঠনের সাবেক সভাপতি এম ওসমান গণি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মো. আবদুর রহিম সভাপতি এবং আবু ওবাইদা আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি: মো. আসাদুল্লাহ খালিদ ও মো. শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক: আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক: মো. এনামুল হক, অফিস সম্পাদক: মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক: মো. আরিফুর রহমান
সদস্য: হাফেজ মাহমুদুল হাসান, মোহাম্মদ আলী, এম এ কাশেম প্রমুখ
আদর্শ নাগরিক ফোরাম শুরু থেকেই সমাজকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প, খৎনা ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কার্যক্রম, শিক্ষা উপকরণ বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ।
সংগঠনের নেতারা বলেন, ‘আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই। নতুন কমিটি পুরোনো ঐতিহ্য ধরে রেখে আরও গতিশীলভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।’
নতুন কমিটি আগামী দুই বছরে চট্টগ্রাম মহানগরে সংগঠনের পরিধি বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত করতে বিশেষ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এছাড়া নিয়মিত সেমিনার, সচেতনতামূলক ক্যাম্পেইন ও নারী-শিশু অধিকার রক্ষায় কর্মসূচিও গ্রহণ করা হবে।