ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৭:৪৭ পিএম
প্রতীকী ছবি।

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কান্দিপাড়া আব্দুল্লাহপুর গ্রামের প্রবাস ফেরত মো. মোস্তফা (৫০) ও তার তৃতীয় ছেলে তায়্যিব (১০)। তায়্যিব মাদরাসায় পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির অদূরে জমিতে বাবা ও ছেলে মিলে রোপা আমনের বীজ বপন করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। আর এই বজ্রপাতেই ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে তাদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্বার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আমিও সেখানে যাচ্ছি।