ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর কোনো বাধা নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফারুক আহমেদ। আজ শনিবার বিকেলে বিসিবি ছাড়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে (পাকিস্তান সফরের জন্য)। এখনও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা করব।’
এর আগে, সিরিজটি নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে মৌখিক সম্মতি পাওয়া যায় বলে জানা গিয়েছিল।
উল্লেখ্য, পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। সেখানে আজ এবং আগামী ১৯ মে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
এরপরই তাদের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। মূলত, এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে এটিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয়।
আপনার মতামত লিখুন :