পেহেলগাম ইস্যুতে ভারতের হামলার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে উভয় পক্ষের অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে।
বুধবার (৭ মে) দিনভর পাল্টাপাল্টি হুমকি-ধমকি পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
ভাষণে তিনি বলেন, ভারতকে এই হামলা ‘পরিণাম ভোগ করতে হবে’। তার হয়তো ভেবেছিল আমরা পিছু হটবো। কিন্তু তারা ভুলে গেছে আমরা সাহসী জাতি। কখনো ভয় পাই না, পিছু হটি না। তাদের ঘায়েল করতে আমাদের মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে।
‘আল্লাহর রহমতে, আমাদের যুদ্ধবিমানগুলোর তান্ডবে শত্রুরা আত্মচিৎকার শুরু করেছিল। ভারতের অহংকার পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের বিমানবাহিনী তাদের যে ক্ষতিসাধন করেছে, তা সেরে ওঠার সময়ও পাবে না।’
নিহতদের প্রতি শোক প্রকাশ করে শেহবাজ শরীফ বলেন, ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। মাত্র সাত বছর বয়সী শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি। পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়।
শপথ নিয়ে তিনি বলেন, গত রাতের ভারতের বিমান হামলায় নিহতদের ‘প্রতিটি রক্তের ফোঁটার’ প্রতিশোধ নেওয়া হবে। তাদের নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গতরাতে প্রমাণ করেছি যে, পাকিস্তান জানে কীভাবে শত্রুদের উপযুক্ত জবাব দিতে হয়।
আপনার মতামত লিখুন :